ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অবস্থান ছেড়েছেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
অবস্থান ছেড়েছেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: হলের গেট খুলে অবস্থান করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা তাদের অবস্থান ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এখানে কোন ধরনের তালা ভাঙা হয়নি। শিক্ষার্থীরা গেট খুলে ভেতরে প্রবেশ করেছেন তাদের জিনিসপত্র সংগ্রহের জন্য। সপ্তাহে রোববার ও বুধবার নিয়মিত শিডিউল জিনিসপত্র সংগ্রহ করার। কিন্তু টানা ছুটি থাকায় তারা আজকে এসেছিলো। এখন চলে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা ফেব্রুয়ারি ২২, ২০২১
এসকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।