ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রস্তুতি চলছে

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রস্তুতি চলছে

ঢাকা: নোবেল পুরস্কার বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও দর্শনের মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।
 
এ বিষয়ে সম্প্রতি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খানের সভাপতিত্বে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।


 
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও রেজিস্ট্রার মো. আলতাফ হোসেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খান বলেন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্য এমনভাবে পরিচালিত হবে যাতে শিক্ষার্থীরা পরস্পরের সংযোগের মাধ্যমে নিজ নিজ শিল্পের কর্মবাস্তবতায় উপযোগিতার প্রসার ঘটাতে পারে।

শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় গতানুগতিকতার বাইরে গিয়ে, বিদ্বান ব্যক্তিদের অঙ্গীকার ও গভীর অভিনিবেশের মাধ্যমে পাঠক্রম সাজিয়ে শিক্ষাদানের চেষ্টা করবে।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

সংক্ষেপে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়:

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় (Tagore University of Creative Arts) বাংলাদেশের একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দ্বারা অনুমোদিত। বৈশিষ্ট্যের দিক থেকে এ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বতন্ত্র। সমাজ-সংস্কার, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা উদ্ভাবনী কর্মকাণ্ডে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনদৃষ্টি ও কর্মপদ্ধতি তারই আলোকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্য পরিচালনা করা হবে। আনুষ্ঠানিক শিক্ষাদানের ক্ষেত্রেও নানা ধরনের উদ্ভাবনী পদ্ধতি অবলম্বনের পরিকল্পনা রয়েছে যাতে উচ্চশিক্ষা গ্রহণও আনন্দ লাভ ও উৎকর্ষ সাধনের বাহন হয়। ভিজিট করুন: www.tuca.edu.bd

মূলমন্ত্র:

জ্ঞান, কর্ম, অনুরাগ
অনুষদ এবং ডিগ্রি কর্মসূচি (ইউজিসি অনুমোদিত)
পরিবেশনকলা অনুষদ
● সংগীত, ৪ বছরের স্নাতক
● নাট্যকলা, ৪ বছরের স্নাতক
নকশা এবং উদ্ভাবন অনুষদ:
● ফ্যাশন ডিজাইন, ৪ বছরের স্নাতক

ব্যবসাবিদ্যা অনুষদ:

ব্যবসায় প্রশাসন, ৪ বছরের স্নাতক (প্রোগ্রামসমূহ: ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স,
হিসাববিজ্ঞান)

মিডিয়া অনুসন্ধানের জন্য যোগাযোগ:

● মোস্তফা মল্লিক | ইমেইল: [email protected] | মোবাইল: +৮৮ ০১৭৪১১১৫৮৮৩
● সাদিয়া শিমুল | ইমেইল: [email protected] | মোবাইল: +৮৮ ০১৭৭৭৬৫৩১২২
● শুভজিত দাস | সিনিয়র কমিউনিকেশন অফিসার | মোবাইল: +৮৮ ০১৭১৭২৪০০৭৪

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।