ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এইচএসসির ফলাফল রিভিউ করা যাবে যেভাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এইচএসসির ফলাফল রিভিউ করা যাবে যেভাবে পরীক্ষার ফলাফল দেখছেন দুই ছাত্রী। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল রিভিয়ের আবেদন করার সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

শনিবার (৩০ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম জানান, শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ফল রিভিউয়ের আবেদন করা যাবে।

 

এজন্য মোবাইলে এসএমএস অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: REV Dha 123456 send 16222.

এরপর ফিরতি এসএমএসে একটি পিন নম্বর দেওয়া হবে। তারপর এসএমএস অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয় YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর টাইপ করে কনটাক্ট (যেকোনো মোবাইল নম্বর) দিয়ে পুনরায় ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: REV YES পিন নম্বর মোবাইল নম্বর দিয়ে send ১৬২২২।

শিক্ষার্থী প্রতি আবেদন ফি ১২৫ টাকা। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

শনিবার সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রতি বছর বিষয়ভিত্তিক আবেদনের সুযোগ থাকলেও এবার পরীক্ষা ছাড়া ফল প্রকাশ করা হয়। এক্ষেত্রে জেএসসি এবং এসএসসির ফলের ওপর মূল্যায়ন করে সরকার। এজন্য বিষয়ভিত্তিকের পরিবর্তে শিক্ষার্থীভিত্তিক আবেদন নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।