ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেটে জিপিএ-৫ বেড়েছে ৩ গুণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
সিলেটে জিপিএ-৫ বেড়েছে ৩ গুণ ফাইল ফটো

সিলেট: এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফলাফলে সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিন গুণ।  

সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৪২ জন।

এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ছেলে ২১ হাজার ১৩৩ জন ও মেয়ে ২১ হাজার ১০৯ জন।

গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ৯৪ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে তিন হাজার ১৪৮টি। শিক্ষাবোর্ডের আওতাধীন তিন জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এ জেলায় দুই হাজার ৪২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ফলের ভিত্তিতে প্রকাশ হয় এইচএসসি ও সমমানের ফল। অটোপাসের কারণে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করে।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা কন্ট্রোলার কবির আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা হয়নি। তাই এসএসসি ও জেএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ বছর ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী ছিলেন। তাদের সবাইকেই পাস দেওয়া হয়েছে। ছেলে ৩৪ হাজার ১৪৯ জন ও মেয়ে চার হাজার ১৭৪ জন।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।