ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ববি কর্মকর্তা পরিষদের সভাপতি গোলাপ, সম্পাদক হাসান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
ববি কর্মকর্তা পরিষদের সভাপতি গোলাপ, সম্পাদক হাসান

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি বাহাউদ্দীন গোলাপ ও সাধারণ সম্পাদক হয়েছেন আবু হাসান।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল দশটায় ভোট গ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম আরাফাত শাহরিয়ার।  

বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) ভবনে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে নির্বাচন সম্পন্ন হয়েছে।

কমিটির নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন – সহ সভাপতি সোলায়মান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ উম্মাতুল ইসলাম সিয়াম, দপ্তর সম্পাদক মুহাঃ হাসিব মিয়া। একইসঙ্গে প্রচার সম্পাদক আরহাম সাইদ,মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ নুসরাত জাহান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোঃ নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল আলম, মোঃ মশিউর রহমান খান। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক (০১) বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমএস/এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ