ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পলিটেকনিকে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
পলিটেকনিকে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি

ঢাকা: এক বছর লস না দিয়ে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে এ দাবি জানানো হয়।

পলিটেকনিক সাধারণ শিক্ষার্থী আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান লিমন বলেন, আমাদের চার দফা দাবি হলো, কোনো ভাবেই এক বছর লস মানি না, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে। প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন বাড়াতে হবে।

আগামী ২০ জানুয়ারির মধ্যে এ চার দফা দাবি না মানলে ২১ জানুয়ারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন শিক্ষার্থী আন্দোলনের এ নেতা।

বিক্ষোভে পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০-৬০ জন শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।