ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ফানুস উড়িয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করলো জাবিসাস

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ফানুস উড়িয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করলো জাবিসাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ফানুস উড়িয়ে ও বৃক্ষরোপণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফানুস ওড়ায় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন জাবিসাস-এর উপদেষ্টা অধ্যাপক সোহেল আহমেদ, সংগঠনিটর সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ তারেক আজিজ, দপ্তর সম্পাদক রুদ্র আজাদ ও কার্যকরি সদস্য বেলাল হোসেন প্রমুখ।

এর আগে দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।