ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
বেরোবিতে ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি/ ছবি: বাংলানিউজ

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশসহ ৮ দফা দাবিতে ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইংরেজি ২০১২-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মাহমুদ ভবনের মূল ফটকে তালা দিয়ে এ কর্মসূচি পালন করছে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনো মাস্টার্স শেষ করতে পারেনি। সরকারি চাকরির বয়স প্রায় শেষের দিকে। বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।

এসময় তারা পরীক্ষা নেওয়াসহ দাবি মেনে না নিলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ