ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

অনার্স শেষবর্ষ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
অনার্স শেষবর্ষ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

ঢাকা: করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ও পুনঃসংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার সূচি প্রকাশ করা হয়েছিল। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন থাকায় তা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে এ পরীক্ষা।

পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ