ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

হল খোলার দাবিতে আন্দোলনে নামছেন ঢাবি শিক্ষার্থীরা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
হল খোলার দাবিতে আন্দোলনে নামছেন ঢাবি শিক্ষার্থীরা 

ঢাকা বিশ্ববিদ্যালয়: পরীক্ষার আগে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করবেন তারা।

শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করলে বাংলানিউজকে তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে হল খুলে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ জন্য মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গিও বিবেচনায় নিতে হবে।

মানববন্ধনের উদ্যোক্তা মাস্টার্সের শিক্ষার্থী আদিব বাংলানিউজকে বলেন, আমাদের পক্ষে হলের বাইরে থেকে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এ জন্য আমাদের দাবি আমরা উত্থাপন করব।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ