ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

মুজিববর্ষে শাবিপ্রবি প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
মুজিববর্ষে শাবিপ্রবি প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি মুজিববর্ষে শাবিপ্রবি প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

শাবিপ্রবি (সিলেট): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের পাশে আগর বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড রাশেদ তালুকদার, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ক্যাম্পাসের অনেক খালি জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগালে ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়বে। পাশাপাশি গাছগুলো নিয়মিত পরিচর্যা করতে হবে। মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। ’

অন্যদিকে, প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান বলেন, ‘বছরব্যাপী আমরা বিভিন্ন প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলাম। করোনা ভাইরাস মহামারির কারণে আমরা সব প্রোগ্রাম আয়োজন করতে পারিনি। যেহেতু সরকারিভাবে মুজিববর্ষ আরও নয় মাস বাড়ানো হয়েছে, আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সব প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবো। ’

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফ আহমদ, কোষাধ্যক্ষ মাসুদ আল রাজি, দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ, কার্যকরী সদস্য জিএম ইমরান, নাজমুল হুদা ও আব্দুল্লা আল মাসুদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ