ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাবি কর্মকর্তাদের মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাবি কর্মকর্তাদের মানববন্ধন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাবি কর্মকর্তাদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তারা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ‍দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সামনে ‘বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ’ এর ব্যানারে শতাধিক কর্মকর্তা এ মানববন্ধনে অংশ নেন।

এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করার দাবি জানান তারা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ঘোষণার দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান কর্মকর্তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক এসএম সাদাত হোসেনের সঞ্চালনায় বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের আহ্বায়ক ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মোহাম্মদ আলী বলেন, ‘যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধাচারণ করে তারা দেশের ইতিহাসকে অস্বীকার করে। এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। তাই এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। ’

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার কারিগর। তার ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। আমরা তার ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে এ ঘটনায় দোষীদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি। ’

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাবি অফিসার সমিতির সাবেক সভাপতি ড. এটিএম আব্দুল হান্নান।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ