ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কোভিড নিয়ে আইইউবিএটির ই-সেমিনার বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
কোভিড নিয়ে আইইউবিএটির ই-সেমিনার বৃহস্পতিবার

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ‘করোনা মহামারিকালে খাদ্য নিরাপত্তা ও বাস্তুসংস্থান ব্যবস্থাপনার’ জাতীয় ই-সেমিনার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইইউবিএটি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইইউবিএটি ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজ এবং আরসিই গ্রেটার ঢাকার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ই-সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন জুয়েনা আজিজ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ে; বিশেষ অতিথি হিসেবে থাকবেন ড. ক্রিস্টোফার জনসন, টিম লিডার এনআরএম, এফএও এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. জিনাইদা ফাদিভা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাপান।

সেমিনারে সভাপতিত্ব করবেন আইইউবিএটি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।   

সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন আইইউবিএটির ট্রেজারার এবং আরসিই গ্রেটার ঢাকার চেয়ারপারসন, অধ্যাপক সেলিনা নার্গিস এবং কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন আইইউবিএটি ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজের পরিচালক এবং আরসিই গ্রেটার ঢাকার সমন্বয়কারী অধ্যাপক ড. আতাউর রহমান।

আরও বক্তব্য রাখবেন অধ্যাপক হামিদা আখতার বেগম, উপ-উপাচার্য, আইইউবিএটি; মো. মনিরুল ইসলাম, যুগ্ম-সচিব (এসডিজি), প্রধানমন্ত্রীর কার্যালয়; মো. সোলায়মান হায়দার, পরিচালক, পরিবেশ অধিদপ্তর জিয়াউল হক, পরিচালক, পরিবেশ অধিদপ্তর; মো. নাসির-উদ-দৌলা, পরিচালক, বিসিসিট্; শিমুল সেন, সিনিয়র সহকারী প্রধান,পরিকল্পনা কমিশন; অধ্যাপক আমজাদ হোসেন, কার্টিন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া; ড. মোহাম্মদ রেহান দস্তগীর, উপ-পরিচালক আইআইএসএস; অধ্যাপক ড. মিহির কুমার রয়, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ, সিটি বিশ্ববিদ্যালয়; ড. আবদুস সালাম, সহকারী অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ড. ফেরদৌস আহমেদ সহকারী পরিচালক, আইআইএসএস; ড. সায়মা আক্তার, সহকারী অধ্যাপক, আইইউবিএটি।

সেমিনারে করোনা মহামারিতে খাদ্য নিরাপত্তার ও বাস্তুসংস্থান ব্যবস্থাপনার ওপর বিশদ আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।