ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের ডাটা ক্রয়ের খরচ দিলো ইবি শিক্ষক সমিতি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
শিক্ষার্থীদের ডাটা ক্রয়ের খরচ দিলো ইবি শিক্ষক সমিতি ছবি: বাংলানিউজ

ইবি (কুষ্টিয়া):  করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ৩ লাখ ৪৩ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের জন্য ডাটা ক্রয়ের কাজে এ টাকা ব্যবহার করবে।

 

এ লক্ষ্যে শিক্ষকদের এক দিনের বেতন কর্তনবাবদ সংগৃহীত বিভাগীয় সভাপতিদের হাতে চেক হস্তান্তর করা হয়েছে। বিভাগীয় সভাপতিরা এ টাকা অস্বচ্ছল ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে ইবির প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।  

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

পরে শিক্ষক সমিতির কার্যালয়ে ৩৪টি বিভাগের সভাপতিদের কাছে প্রত্যেক বিভাগের জন্য নির্ধারিত টাকা পৃথক পৃথক চেকে মোট ৩ লাখ ৪৩ হাজার টাকা হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নেট কেনার সুবিধার্থেই এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আমরা বিভাগীয় সভাপতিদের হাতে চেক তুলে দিয়েছি। বিভাগ তার অস্বচ্ছল শিক্ষার্থী বাছায় করে টাকা বন্টন করবে।

জানা যায়, করোনা সংক্রমণের শুরুতে গত এপ্রিলে শিক্ষকদের এক দিনের বেতন কর্তন করে ইবি শিক্ষক সমিতি। প্রথম পর্যায়ে কর্তন করা অর্থের চার লাখ ২৫ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ভ্যান চালকদের মধ্যে সহায়তা করা হয়। অবশিষ্ট ৩ লাখ ৪৩ হাজার টাকার চেক অস্বচ্ছল শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আনুপাতিক হারে ভাগ করে বিভাগীয় সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।