ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয়করণ না করলে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান

স্টাফ করেসসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
জাতীয়করণ না করলে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার  আহ্বান

ঢাকা: ডিসেম্বরের মধ্যে সরকার জাতীয়করণের ঘোষণা না দিলে, চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনের ইনার সার্কুলার রোডে বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এম এ ছফা। বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, মাওলানা মো. দেলোয়ার হোসেন, আ. রাজ্জাক, মাহমুদ শোকরানা, এস এম মমতাজ, আবু বক্কর সিদ্দিক, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন, মো. সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, এ কে এম ফজলুল হক প্রমুখ।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া দলমত নির্বিশেষে সকল শিক্ষক-কর্মচারীকে ৩০ নভেম্বরের মধ্যে সরকার জাতীয়করণের ঘোষণা না দিলে ডিসেম্বরের মধ্যে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান।

সভা থেকে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটিকে ৩১ ডিসেম্বরের মধ্যে কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। একই সাথে আ. সাত্তারকে ময়মনসিংহ বিভাগের, শিহাবুর রহমানকে সিলেট বিভাগের, এম এ ছফা চৌধুরীকে চট্টগ্রাম বিভাগের এবং আ. রাজ্জাককে কুমিল্লা বিভাগের কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।