ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির রসায়ন অলিম্পিয়াডে জয়ী হলেন যারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
ঢাবির রসায়ন অলিম্পিয়াডে জয়ী হলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০১৯ অংশগ্রহকারীদের ফলাফল ঘোষণা করা হয়েছে।  

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত শুক্রবার (৬ নভেম্বর) অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে দেশের বিভিন্ন জেলা থেকে ২২৮০ জন ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করেছিল এবং ১৫০১ জন ছাত্র-ছাত্রী অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এ অলিম্পিয়াডের পরীক্ষায় সাত্তার কাদির (নেক্সেন কলেজ, ঢাকা), নিলয় কুমার মণ্ডল (নটরডেম কলেজ, ঢাকা) ও দীপ নিলয় (সরকারি হাজী মোহসিন কলেজ, চট্টগ্রাম) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।

অনলাইনে পরীক্ষার পরে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ জন পরীক্ষার্থীর তালিকা ঘোষণা করা হয়, যাদের অলিম্পিয়াড আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।