ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নির্দেশ অমান্য করে বেগমগঞ্জে ‘বেতন-ফি’ নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
নির্দেশ অমান্য করে বেগমগঞ্জে ‘বেতন-ফি’ নেওয়ার অভিযোগ ছবি: বাংলানিউজ

নোয়াখালী: করোনাকালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য ও মহামারিকে উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের কাছ থেকে গণহারে বেতন-ফি নেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাবুপুর জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে।

 

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি না মেনে একসঙ্গে জড়ো করে বেতন-ফির বিষয়ে বিফ্রিং করা হচ্ছে। আর সেই বিফ্রিং দিচ্ছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোলাম সারওয়ার ও ম্যানেজিং (অ্যাডহক) কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ (৬ নম্বর ওয়ার্ড) মো. মোশারফ হোসেন। অনেক ছাত্র-ছাত্রীর হাতেও মাসিক বেতন-ফির রশিদ দেখা গেছে।  

শিক্ষার্থীরা বাংলানিউজকে জানায়, শিক্ষকরা তাদের রশিদ দিয়ে বলেছেন, বাড়ি থেকে বেতন-ফি এনে স্কুলে জমা দিতে। বেতন না দিলে তাদের আগামী বছর পরবর্তী শ্রেণিতে উর্ত্তীণ করা হবে না। তাই বেতন-ফি জমা দিতে তারা বাধ্য হচ্ছে। তবে বেতন-ফি না দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের কোনো আদেশ আছে কি-না সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। শিক্ষকরা দিতে বলায়, তারা দিচ্ছে।  

স্থানীয় বাবুপুর জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক অভিভাবক নামপ্রকাশ না করার শর্তে অভিযোগ করে বাংলানিউজকে জানান, বেগমগঞ্জের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান এই বাবুপুর জিরতীল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৯০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। বৈশ্বিক মহামারি করোনার কারণে গত আট মাস সারাদেশের মতো বাবুপুর জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ও বন্ধ রয়েছে। কিন্তু হঠাৎ করে গত ৩১ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পুরো সপ্তাহজুড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন অনলাইন কাসের ঘোষণা দিয়ে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত করে নাম ও রোল নম্বর লিখে বেতন-ফির রশিদ হাতে ধরিয়ে দিচ্ছেন এবং তারা কোমলমতি শিক্ষার্থীদের হুমকিও দিচ্ছেন ‘দ্রুত সময়ের মধ্যে ২০০ টাকার করে ১০ বা ১২ মাসের বেতন-ফি জমা দেওয়ার জন্য। না হয় তাদের পরবর্তী শ্রেণিতে উর্ত্তীণ করা হবে না’।

অভিভাবকরা আরও জানান, করোনার কারণে তারা অনেকেই চাকরি হারিয়ে দিশেহারা। অনেকেই ব্যবসায় লোকসান দিয়ে অভাব-অনটনের মধ্যে আছেন। অনেকেরই নুন আনতে পান্তা ফুরায়। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ আছে করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে কোনো শিক্ষার্থীকে বেতন-ফি দিতে হবে না। সেখানে কীভাবে  ওই প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির কোনো সিদ্ধান্ত অনুযায়ী বেতন-ফি নিচ্ছেন। অভিভাবকরা এ অনিয়ম দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।  

প্রধান শিক্ষক গোলাম সারওয়ার অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, আমরা সবার কাছ থেকে বাধ্যতামূলক বেতন-ফি নিচ্ছি না। শুধু যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের কাছ থেকে নিচ্ছি। আমরা অস্বচ্ছল, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বেতন-ফি মওকুফ করে দিয়েছি।  

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের কথা বললে এই প্রধান শিক্ষক বলেন, এ রকম কোনো নির্দেশনার বিষয় তার জানা নেই।

ম্যানেজিং (অ্যাডহক) কমিটির আহ্বায়ক মো. মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, বিদ্যালয়ের নানা ধরনের ব্যয় নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। একে তো করোনাকাল আবার স্কুলও বন্ধ। এ অবস্থায় সবার কাছে থেকে নয়, যাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো, শুধু তাদের কাছ থেকে বেতন-ফি নেওয়া হচ্ছে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে।

হুমকির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, কোনো অভিভাবক বা শিক্ষার্থী সামনে এসে একথা বলতে পারবে না। এগুলো কিছু লোকজন বিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য প্রচার করছে।  

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন বাংলানিউজকে বলেন, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন-ফি নেওয়ার বিষয়টি আমিও শুনেছি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখতিয়ার। তবে যতটুকু জানি, কোনো প্রতিষ্ঠানের ম্যানেজিং (অ্যাডহক) কমিটির প্রধান কোনো ধরনের মৌলিক সিদ্ধান্ত নিতে পারেন না। বর্তমান নির্বাচনকালীন অ্যাডহক কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন কীভাবে বেতন-ফি আদায় বিষয়ে প্রধান শিক্ষকসহ সিদ্ধান্ত নিয়েছেন তা তারাই ভালো বলতে পারবেন।

বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউসুল আজম সব বেতন-ফি আদায় বিষয়ে বাংলানিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে করোনাকালীন সময়ে যেহেতু স্কুলের কোনো আয়ের খাত নেই, তাই সামর্থ্য অনুযায়ী বেতন-ফি দিয়ে স্কুলকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। এর বাইরে কেউ যদি জোরপূর্বক বা হুমকি প্রদর্শন করে শিক্ষার্থীদের কাছ থেকে গণহারে বেতন-ফি আদায়ের লিখিত অভিযোগ করেন, আমরা যথাযথ আইনগত পদক্ষেপ নেবো।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।