ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

১৪ ইভেন্ট দিয়ে শতবর্ষের আয়োজন সাজাচ্ছে ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
১৪ ইভেন্ট দিয়ে শতবর্ষের আয়োজন সাজাচ্ছে ঢাবি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ অন্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: মাস্টারপ্ল্যান প্রণয়ন, গবেষণা প্রকল্প ও মৌলিক গ্রন্থ প্রকাশ, আন্তর্জাতিক সেমিনার, সেন্টেনারি মনুমেন্ট ও ডকুমেন্টারিসহ ১৪ ইভেন্ট দিয়ে ‘শতবর্ষ পূর্তি এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।


 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার গুণগত মান ও পরিবেশ উন্নয়ন এবং গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে Dhaka University Master Plan প্রণয়ন, মৌলিক ও প্রায়োগিক গবেষণা প্রকল্প এবং মৌলিক গ্রন্থ রচনাসহ জার্নালসমহ আধুনিকায়ণ ও শতবর্ষের ওপর বিশেষ সংখ্যা প্রকাশ, History of Dhaka University ও The Role of Dhaka University in Making and Shaping Bangladesh নামে গ্রন্থ প্রকাশ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংযোজনসহ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারসমূহ আধুনিকায়ন, দেশে ও বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপ্রতিষ্ঠিত অ্যালামনাই এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের নিয়ে ঢাকায় ছয়টি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন, শতবর্ষ পূর্তি উপলক্ষে ১ জুলাই ২০২১ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশে উচ্চশিক্ষার বিষয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ভাবনা এবং খ্যাতিমান পণ্ডিত, গবেষক ও বিশেষ করে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ১২-১৪ জুলাই লন্ডনে একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন, মল চত্বরের ল্যান্ডস্কেপিংসহ একটি সেন্টেনারি মনুমেন্ট তৈরি, শতবর্ষ উপলক্ষে বিশেষ স্যুভিনির ও বিশ্ববিদ্যালয়ের একটি তথ্যচিত্র তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের বুকশপে স্যুভিনির কর্নার সংযোজন, সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা ও ‘গবেষণা মেলা’ আয়োজন, শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়: অর্জন ও প্রত্যাশা বিষয়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন, শিক্ষক-শিক্ষার্থী-অ্যালামনাইদের স্বরচিত কবিতা নিয়ে কবিতাগ্রন্থ প্রকাশ এবং শিক্ষার্থীদের ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন ও সেরাদের পুরস্কৃতকরণ।
 
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি রূপকল্প বক্তব্য হল টেকসই লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরি। এজন্য তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার গুণগতমান ও সার্বিক পরিবেশ উন্নয়ন, মৌলিক প্রায়োগিক গবেষণা ও প্রকাশনায় জোরদার, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।