ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবি ল্যাংগুয়েজ ক্লাবের নতুন কার্যকরী পরিষদ গঠন

বাকৃবি করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
বাকৃবি ল্যাংগুয়েজ ক্লাবের নতুন কার্যকরী পরিষদ গঠন সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুনিরা বিনতে হালিম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ল্যাংগুয়েজ ক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।  

এতে প্রফেসর ড. মো. সাইদুর রহমানকে সভাপতি ও মুনিরা বিনতে হালিমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাকৃবি ল্যাংগুয়েজ ক্লাব।  

এছাড়াও নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাফাত হাসান, সাংগঠনিক সম্পাদক গাজী সাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবির আনজুম, অর্থ বিষয়ক সম্পাদক নাহিদ আফ্রিদি, সহ-অর্থবিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম ঋতু, দপ্তর সম্পাদক আশফিকুর রহমান ভূইঁয়া, সহ-দপ্তর সম্পাদক শাহারিয়া আক্তার সূচী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দা তাহমিদা ইয়াসমিন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয় কুমার বসাক, কর্মশালা বিষয়ক সম্পাদক তিয়াস সাহা, সহ-কর্মশালা বিষয়ক সম্পাদক শবনম মোস্তারী চৈতী, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান দুর্জয়, সহ-তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিকা তাসনিম তাহসিন, সদস্য জ্যোতি রানি দাশ, সানজিনা রহমান ও আমিনা আকতার তমা।

২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাকৃবি ল্যাংগুয়েজ ক্লাব। ভাষাগত দক্ষতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য। ক্লাবের সদস্যরা দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।