ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ২৭ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
রাবির ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ২৭ অক্টোবর

রাবি: করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী ২৭ অক্টোবর সিদ্ধান্ত হতে পারে। এদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বুধবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ব্যাপারে আলোচনা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রক্রিয়া কেমন হবে- এ নিয়ে সেখানে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবারের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। প্রচলিত পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেবে তারা। তবে এর আগে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হলেও এবার এ পরীক্ষার পূর্ণমান হবে ১০০।

যদি করোনা পরিস্থিতি স্বাভাবিকতার দিকে না যায় তাহলে দেশের বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষা কেন্দ্র করে সেখানে পরীক্ষা নেওয়া হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকায় আসার প্রয়োজন হবে না। সবাই নিজ নিজ বিভাগীয় শহর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।