ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে অনলাইন ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
বেরোবিতে অনলাইন ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর: অনলাইন ক্লাস চালুসহ সেশনজট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)  প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেলের দিকে তারা বিক্ষোভ কর্মসূচি তুলে নেন।
 
২০১৪-১৫ সেশনের ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা জানান, যেখানে চার বছরে অনার্স শেষ হওয়ার কথা সেখানে ছয় বছরে মাত্র ছয়টি সেমিস্টার পার করেছি আমরা। এখনো দুই সেমিস্টারসহ মাস্টার্স বাকি আছে। এর মধ্যে অনেকেরই সরকারি চাকরিতে আবেদনের সময় দুই থেকে তিন বছর আছে। আমরা ইতোমধ্যে তিন বছরের সেশনজটে আটকা পড়েছি। এ বিষয়ে বারবার শিক্ষকদের অনুরোধ করা হলেও তারা পাত্তা দেয় না।

শিক্ষার্থীরা আরও জানান, অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ে এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বিভাগে অনলাইনে ক্লাস চলছে। অথচ সাত মাস পেরিয়ে গেলেও ক্লাস শুরু করতে পারেনি ইংরেজি বিভাগ। করোনার অযুহাতে সবকিছু আটকে রেখেছে।  

শিক্ষার্থীরা আরও বলেন, অনার্স সম্পন্ন না হওয়ার কারণে আমরা কাঙ্খিত জায়গায় চাকরির জন্য আবেদন করতে পারছি না। প্রায় তিন বছরের এ সেশনজটের পেছনে শিক্ষকদের হেয়ালিপনা ও দায়িত্বহীন তাকেই দায়ী করছেন তারা।  

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান ও ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষক এসে দ্রুত অনলাইন ক্লাস চালুসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ তুলে নেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) দ্রুত ফলাফল প্রকাশ, অনলাইনে ক্লাস চালুকরণ ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে বেরোবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আটটি ব্যাচের শতাধিক শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগীয় প্রধান তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।