ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ধর্ষকের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
ধর্ষকের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি সমাবেশ/ ছবি: বাংলানিউজ

ঢাকা: ধর্ষকের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণের বিচার দাবিতে চলা অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

 

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও কবি-সাহিত্যিকরা বক্তব্য রাখেন।

নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ আন্দোলনের আহ্বায়ক আকরামুল হক বলেন, এখন থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পাশাপাশি তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নির্যাতিতার ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে মধ্যবিত্তদের রাজনীতি ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী মুক্তি আন্দোলনের অর্থ সম্পাদক নাঈম খালেদ মনিকা, কবি রহমান মফিজ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এখন থেকে ধর্ষণের বিচার চেয়ে চলমান আন্দোলনে কোনো ধরনের হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে।

সমাবেশ শেষে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল কাটাবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগে এসে আজকের মতো কর্মসূচি সমাপ্ত করে। একই স্থানে শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৩টায়  মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।