ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির গণিত বিভাগের নতুন সভাপতি ড. আনিছুর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
ইবির গণিত বিভাগের নতুন সভাপতি ড. আনিছুর ড. আনিছুর রহমান

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান।

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালটির রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

 

অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আবুল কাউসারের সভাপতির মেয়াদ গত ১৭ সেপ্টেম্বর শেষ হয়েছে।  ওই বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানকে ইবির প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা অনুযায়ী ১৮ সেপ্টেম্বর তারিখ থেকে পরবর্তীকালে তিন বছরের জন্য গণিত বিভাগের সভাপতি নিয়োগ দেওয়া হলো।

জানা গেছে, গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়। তবে টানা এক মাস নিয়োগ না হওয়ায় গণিত বিভাগের সভাপতির দায়িত্ব নেওয়ার বিষয়টি আটকে থাকে। শিক্ষকদের বিভাগে যোগদানের পর্যায়ক্রমে সভাপতির পদে তিন বছর পর পরিবর্তন এলেও নীতিমালা অনুযায়ী উপাচার্যের আদেশে বিভাগের সভাপতি নিয়োগ হয়।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।