ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে ফুল ‍দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে 'মৃতুঞ্জয়ী মুজিবে' পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।  

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যের কার্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান নব-নিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এছাড়াও তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা এবং গবেষণা। আমরা এ প্রবাহমানতাকে সম্মান করতে চাই। এ প্রবাহমানতার স্রোতকে যদি আরো শক্তিশালী করার কোনো সুযোগ থাকে তাহলে সেটা করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সরাসরি স্টেকহোল্ডার হলো সেখানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা। তারা সবাই যদি সম্মিলিত হয়ে কাজ করে তাহলে আমরা ভিশন, মিশন সাকসেসফুল করতে পারবো।  
তিনি আরো বলেন, সাংবাদিকদের জন্য আমার কার্যালয় সব সময় খোলা। একাডেমিক বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব তথ্য সাংবাদিকদের জন্য ওপেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আব্দুস সালামকে ইবি উপাচার্য হিসেবে নিয়োগ দেন। নিয়োগ আদেশের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।