ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এমসি কলেজে গণধর্ষণ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমসি কলেজে গণধর্ষণ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

এ দিন দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।  

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ছয়জনের নামোল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনপূর্বক দায়দায়িত্ব নিরূপণের (তদন্তের) জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।  

এ কমিটির সদস্য হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম রাব্বানী।  

আগামী ৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।