ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে মাইক্রোসফট অফিস প্রশিক্ষণ কোর্স শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
জাবিতে মাইক্রোসফট অফিস প্রশিক্ষণ কোর্স শুক্রবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) উদ্যোগে মাইক্রোসফট অফিস প্রশিক্ষণ কোর্স শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি তারেক আজিজ বাংলানিউজকে এ তথ্য জানান।

তারেক আজিজ বলেন, প্রশিক্ষণ কোর্সে ওয়ার্ড প্রসেসিং, ডকুমেন্টেশন, ডাটা হ্যান্ডলিং, ডাটা এনালাইসিস, প্রেজেন্টেশন স্লাইড তৈরি ও প্রেজেন্টেশন স্কিলের উপর আলোচনা করবেন প্রশিক্ষকরা। এই কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন জেইউএসসির মিডিয়া সম্পাদক নাফিউল আলম অয়ন, কার্যকরী সদস্য তারেক মাহমুদ ও সদস্য নাসির হোসাইন।

প্রতি সপ্তাহে সোমবার এবং বুধবার এই কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, কোর্সটি সবার জন্য উন্মুক্ত এবং এর জন্য কোনো ফি দিতে হবে না। মাইক্রোসফট অফিসের বেসিক বিষয়ের উপর এই কোর্সটি করানো হচ্ছে। ফলে অংশগ্রহণকারীরা এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। এই কোর্সটি মূলত সংগঠনের নবীন সদস্যদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

কোর্সটিতে অংশ নিতে চাইলে করতে https://forms.gle/NHWRcgncn6GE6Wrr6 ফরমে তথ্য দিয়ে আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।