ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

২৭ জনকে পিএইচডি, ১০ জনকে এমফিল ডিগ্রি দিল ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
২৭ জনকে পিএইচডি, ১০ জনকে এমফিল ডিগ্রি দিল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ২৭ জন গবেষককে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ও ১০ জনকে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ ডিগ্রি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২৭ জন গবেষককে পিএইচডি ডিগ্রি এবং ১০ জন গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।