ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাইভেট ইউনিভার্সিটি পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের ভার্চ্যুয়াল সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
প্রাইভেট ইউনিভার্সিটি পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের ভার্চ্যুয়াল সভা  ভার্চ্যুয়াল সভা।

ঢাকা: সময়ের বাস্তবতায় প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে।  

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় করোনা ভাইরাস সংক্রমণের বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।  
 
ইইউবি-এর পরিচালক (জনসংযোগ) মনিরুল ইসলাম রিন্টুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) জামিল আহমেদ, ইউআইইউ এর উপ পরিচালক (জনসংযোগ) আবু সাদাত, ইউল্যাব এর উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) মো. ওয়াহিদুজ্জামান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) এস এম মহিউদ্দিন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ)  ইমতিয়াজ আহমেদ, ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) সাজেদ ফাতেমি, ফার ইস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) মামুন উল মতিন, আইইউবিএটি এর উপ-পরিচালক ( জনসংযোগ) আলামিন শিকদার শিহাব, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপ-পরিচালক (জনসংযোগ) দিপ্তি সরকার, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা শেখ বাচ্চু, বিইউএফটি এর জনসংযোগ কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান ও কালের কণ্ঠের এজিএম (বিজ্ঞাপন) মঞ্জুর হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ