ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে শিক্ষক লাঞ্ছিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

জাবি : বুধবার হাতাহাতির মধ্য দিয়ে শেষ হওয়া শিক্ষক সমিতির সাধারণ সভা বৃহস্পতিবার সকালে পুনরায় শুরু হয়।

সভা চলাকালীন উপাচার্যপন্থী কিছু শিক্ষক সমিতির সভাপতি এএ মামুনকে কটাক্ষ করে এবং তার পদত্যাগের দাবি জানায়।

এ অবস্থায় সভাপতি সভা মুলতবি করেন।

সভাপতি সভাক্ষক ত্যাগ করার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরজু মিয়ার নেতৃত্বে কিছু শিক্ষক তার দিকে এগিয়ে আসে। এ সময় প্রক্টর শিক্ষক সমিতির সভাপতি এএ মামুনের শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করেন।

এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্সযাগে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ব্যাপারে শিক্ষকরা জানান, প্রক্টর অন্যায়ভাবে সমিতির সভাপতিকে লাঞ্ছিত করেছেন। অনতিবিলম্বে প্রক্টরের অপসারণ ও যথাযথ শাস্তি দাবি জানিয়েছেন শিক্ষরা।

দাবি মানা না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।