ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
রাবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন অপু ফোলিয়া ও জাকির হোসাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  

এতে ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চার্লস অপু ফোলিয়াকে সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) রাতে ক্যারিয়ার ক্লাব থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি রাজিব মজুমদার, জাফর ইকবাল, স্বপ্না আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক তৃশাণ খান ও সাব্বির হোসেন।

রাবি ক্যারিয়ার ক্লাব বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য ও সম্পূর্ণ অরাজনৈতিক ক্যারিয়ার সংশ্লিষ্ট ছাত্র সংগঠন। যা ক্যাম্পাসে ২০১৩ সালের ১৯ জুন যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।