ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি ড. লুৎফর রহমান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
ইবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি ড. লুৎফর রহমান অধ্যাপক ড. লুৎফর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. লুৎফর রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা দিকে বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর করা হয়।

ড. লুৎফর রহমান সদ্য বিদায়ী সভাপতির অধ্যাপক ড. জুলফিকার হোসেনের স্থলাভিষিক্ত হন। এছাড়াও তিনি বিভাগের প্রথম শিক্ষার্থী হিসেবে নিজ বিভাগে সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন।

জানা যায়, সোমবার লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের মেয়াদ শেষ হয়। এতে নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. লুৎফর রহমান দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তরকালে বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক সেলিমসহ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ড. লুৎফর রহমান বলেন, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বিভাগের উন্নয়ন চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীসহ সবার সহযোগিতা পেলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, আগস্ট ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।