ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি মেডিক্যালের প্রধান চিকিৎসক করোনা আক্রান্ত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
রাবি মেডিক্যালের প্রধান চিকিৎসক করোনা আক্রান্ত ছবি: প্রতীকী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখসহ সাতজন করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দিনগত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষার রিপোর্টে তাদের ফল পজিটিভ আসে।

বিষয়টি ডা. তবিবুর রহমান শেখ নিশ্চিত করেছেন।

ডা. তবিবুর রহমান শেখ বাংলানিউজকে বলেন, আমার স্ত্রী রোকসানা খাতুন, দুই মেয়ে ডা. নওশীন রহমান নিঝুম ও নীকিতা রহমান, তার ছোট ভাইয়ের বউ, তাদের গাড়ির ড্রাইভার এবং গৃহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সবাই বাড়িতে বিশ্রামে আছেন।

তিনি আরও বলেন, আমি-আমার স্ত্রী, দুই মেয়ে ও মেয়ের জামাই সবাই ডাক্তার। সবাই নিয়মিত রোগী চিকিৎসা করেছি। কার মাধ্যমে করোনা আক্রান্ত হয়েছি সেটা বলা সম্ভব না। আক্রান্ত সাতজনেরই অবস্থা স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।