ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বিতর্কিতদের ডিগ্রি বাদ দিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
বিতর্কিতদের ডিগ্রি বাদ দিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি ...

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বঙ্গবন্ধু, বাংলাভাষা, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী খাজা নাজিমুদ্দিন, ইস্কান্দার মির্জা ও আইয়ুব খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ‘ডক্টর অব লজ’ ডিগ্রি বাতিলের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এসময় মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত দেখতে চাই শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।  

এতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাবির সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়ার আগে পাকিস্তানি দোসর কুখ্যাত খাজা নাজিমুদ্দিন, ইস্কান্দার মির্জা ও আইয়ুব খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ‘ডক্টর অব লজ’ ডিগ্রি বাতিল করতে হবে। শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কে আমরা কলঙ্কমুক্ত দেখতে চাই। মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই বাঙালি জাতীয়তাবাদ বিরোধী পাকিস্তানি জান্তাদের কলঙ্কের বোঝা বইতে পারে না। অবিলম্বে এ তিনজনের 'ডক্টর অব লজ' ডিগ্রি বাতিল করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।