ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সহকারী প্রক্টর হলেন রাবির ৫ শিক্ষক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০২০
সহকারী প্রক্টর হলেন রাবির ৫ শিক্ষক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সহকারী প্রক্টর পদে নতুন পাঁচ শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১ জুলাই) থেকে এ আদেশ কার্যকর হবে।

সোমবার (২৯ জুন) রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

নবনিযুক্ত সহকারী প্রক্টররা হলেন- চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহনেওয়াজ পারভেজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাজু সরদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফয়সাল আহমেদ ও ফলিত গণিত বিভাগের প্রভাষক আব্দুল আউয়াল।

 

এ বিষয়ে রাবির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, বর্তমান দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টরদের মেয়াদ শেষ হবে মঙ্গলবার (৩০ জুন)। তাই পরদিন ১ জুলাই থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা তাদের দায়িত্বভার গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদে তারা দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।