ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে সেরা ফেনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে সেরা ফেনী

ফেনী: এসএসসি ২০২০ পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লায় সেরা হয়েছে ফেনী জেলা। 

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ হলেও ফেনীতে শতকরা ৮৮ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।  

রোববার (৩১ মে) প্রকাশিত এসএসসির ফলাফলে পাসের হার বিবেচনায় সেরা ফলাফল করেছে ফেনী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ফেনী জেলার ১৮১ স্কুল থেকে ১ লাখ ১৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয় ১ লাখ ১২ হাজার ৫৫৫ জন।

তিনি আরও জানান, বোর্ডে মোট ১০ হাজার ২৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফেনীতে প্রাপ্ত জিপিএ-৫ সংখ্যা ৮৮২ জন।

জেলায় সর্বোচ্চ ১৬৫ জন জিপিএ-৫ পেয়েছে ফেনী সরকারি পাইলট হাইস্কুল থেকে।  

ফেনী সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম জানান, তিন বিভাগ থেকে ৩৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে একজন অনুপস্থিতসহ চারজন ফেল করে। পাসের হার ৯৮ দশমিক ৮৭ শতাংশ।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা জানান, ২৯৫ জন শিক্ষার্থীর একজন অনুপস্থিত ব্যতীত সবাই কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৬৬ শতাংশ।

ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, সব বিভাগ থেকে ৫৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯ জন অকৃতকার্য হয়। পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন শিক্ষার্থী।

শাহীন একাডেমী স্কুল সূত্র জানায়, ৩৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮৩ জন। পাসের হার ৯৬ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।