ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ৩১, ২০২০
বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ড

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর প্রকাশিত ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে  ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে গত বছর ৪ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ২৯৪  জন বেশি।

বরিশাল শিক্ষা বোর্ডে ছয় বছরের মধ্যে এটিই সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড। এর আগে ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭৬২ জন। ওই বছরের তুলনায় ২০১৫ সালে জিপিএ-৫ পায় ৩ হাজার ১৭১ জন, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৫৯১টি কম।

২০১৬ সালে জিপিএ-৫ পায় ৩ হাজার ১১৩ জন, যা আগের বছরের তুলনায় ৫৮টি কম।

২০১৭ সালে তা আরও ৮২৫টি কমে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৮৮। তবে ২০১৮ সালে ১ হাজার ১৭৪টি বেড়ে জিপিএ-৫ পায় ৩ হাজার ৪৬২ জন। সে তুলনায় ২০১৯ সালে ৭২৭টি বেড়ে জিপিএ-৫ পায় ৪ হাজার ১৮৯ জন। আর এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আরও ২৯৪ জন বেড়েছে।

এবছর তিন বিভাগের মধ্যে বিজ্ঞানে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৩১ জন। এছাড়া, মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩২০ জন ও বাণিজ্য বিভাগে ১৩২ জন।

এবারে বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ, যা গত বছর ছিল ৭৭.৪১ শতাংশ।

আরও পড়ুন>> এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০
>> বরিশাল বোর্ডের ৫৪ কেন্দ্রে শতভাগ পাস
>> এসএসসিতে বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ৩১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।