ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৩৭, জিপিএ-পাঁচ ২৬১৬৭ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মে ৩১, ২০২০
রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৩৭, জিপিএ-পাঁচ ২৬১৬৭ 

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কয়েক বছরের তুলনায় এবার ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী বোর্ডের অধীন চলতি বছর এইচএসসি পরীক্ষায় দুই লাখ ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে ৯৬ হাজার ৪২ জন ছাত্রী ও ১ লাখ ৪ হাজার ১৪৩ জন ছাত্র রয়েছে।

বাংলাদেশ: ১১৪০ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।