ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, চলবে ভার্চ্যুয়াল ক্লাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মে ২৭, ২০২০
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, চলবে ভার্চ্যুয়াল ক্লাস

ঢাকা: করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ ছুটি শেষে সীমিত পরিসরে অফিস-আদালত খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। তবে অনলাইন এবং ডিসট্যান্স লার্নিং কোর্স চলবে। একই সঙ্গে চলবে অনলাইনে বা ভার্চ্যুয়াল ক্লাস।

বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


 
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে, তবে অনলাইন বা ভার্যুশিয়াল ক্লাস এবং ডিসট্যান্স লার্নিং (দূরশিক্ষণ) কোর্স চলবে।
 
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী পাওয়ার পর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে সরকার।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।