ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ফেনীতে কওমি মাদরাসাগুলো পেলো ১৪ লাখ ৭০ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ৩, ২০২০
ফেনীতে কওমি মাদরাসাগুলো পেলো ১৪ লাখ ৭০ হাজার টাকা

ফেনী: চলমান করোনাকালীন দুর্যোগে ফেনীর কওমি মাদরাসাগুলোতে ১৪ লাখ ৭০ হাজার টাকা সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার (০৩ মে) ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জেলার কওমি মাদরাসায় দুস্থ ও এতিম শিক্ষার্থীর জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, ফেনীতে মোট ৮৮টি কওমি মাদরাসায় সরকারি আর্থিক সহায়তা বণ্টন করা হয়েছে।

অনুদান প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ইতোপূর্বে আর কোনো সরকারের আমলেই কওমি মাদরাসায় সরকারের এমন সহযোগিতা আসেনি। এবারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।

দাগনভূঞার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসার প্রধান মুফতি ইউসুফ কাসেমী জানান, করোনার এই দুর্যোগকালে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০৩, ২০২০
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।