ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি লোক প্রশাসন বিভাগ

২য় ব্যাচ, ৮ম সেমিস্টার’র র‌্যাগ ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৮ম সেমিস্টার(২০০৭-২০০৮) এর শিক্ষার্থীরা তাদের স্নাতক সমাপ্তি উপলক্ষে দিনব্যাপী র‌্যাগ ডে উদযাপন করেছেন সোমবার।

সকালে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

শোভাযাত্রাটি কলাভবন থেকে যাত্রা শুরু করে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে শেষ হয়।

দুপুরের পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই স্মৃতিচারণ পর্ব এবং পর্যায়ক্রমে নাচ, গান, অভিনয়ে মুখরিত হয় টিএসসি মিলনায়তন। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ব্যান্ড ‘আবর্তন’ এর কনসার্ট এবং সব শেষে ডিজে পার্টি। নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে পুরো মিলনায়তন।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ ৪টি বছর চলার পথে সার্বিক সহযোগিতার জন্য চিরসবুজ ২য় ব্যাচ ৮ম সেমিস্টার’র শিক্ষার্থীরা সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়:১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।