ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কুড়িগ্রাম জেলায় নিজ নির্বাচনী এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজিক দূরত্ব নিশ্চিত করে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।

প্রতিমন্ত্রী বুধবার (২২ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা রৌমারী উপজেলার শৌলমারী ও দাঁতভাঙ্গা ইউনিয়নের শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বলে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি এ দুইটি ইউনিয়নের ১০০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল-ডাল এবং সাবানসহ অন্যান্য ত্রাণসামগী বিতরণ করেন।

এছাড়া দরিদ্র অসহায় মানুষের মধ্যে নগদ অর্থও বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ মহাদুর্যোগে সরকার সবার সহযোগিতায় পাশে আছে ও থাকবে। একজন মানুষও অনাহারে থাকবে না।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।