ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রমেকে পিপিই দিল কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
রমেকে পিপিই দিল কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতি

রংপুর: রংপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. নূর-উন-নবী লাইজুর কাছে উন্নতমানের ১০০ পিপিই হস্তান্তর করেন কলেজটির সাবেক ছাত্ররা।

দেশের এই ক্রান্তিকালে চিকিৎসকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে পিপিই প্রদান করায় কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রমেক অধ্যক্ষ ডা. ডা. নূর-উন-নবী লাইজু।

তিনি বলেন, বৈশ্বিক এই মহামারিতে সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে করোনা মোকাবিলা সহজ হবে।

এসময়  কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সংগঠক আব্দুর রাজ্জাক, শাফিয়ার রহমান, আলতাব হোসেন, খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, মেরিনা লাভলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।