ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

করোনা ফান্ড খুলেছে ঢাবির ইসলামের ইতিহাস বিভাগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
করোনা ফান্ড খুলেছে ঢাবির ইসলামের ইতিহাস বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য তহবিল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

সোমবার (১৩ এপ্রিল) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো আতাউর রহমান মিয়াজী শিক্ষার্থীদের উদ্দ্যেশে দেওয়া এক বিজ্ঞপ্তিদে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, কোভিড-১৯ মহামারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য প্রাথমিকভাবে বিভাগ ও শিক্ষকদের অনুদানে ‘DUIHC Corona Support Fund’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে।

অসচ্ছল শিক্ষার্থীদের,  নাম, রোল, সেমিস্টার, বাবার নাম ও ফোন নম্বর (বিকাশ হলে ভালো হয়), পরিবারের সদস্য সংখ্যা ও জেলা উল্লেখসহ ক্ষুদে বার্তা অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা করা হয়েছে।

শিক্ষার্থীদের বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা সুরাইয়া আক্তার (মোবাইল নম্বর-01715372944), ড. মো সাইফুল্লাহ (01716324661) এবং বিভাগের সহযোগী অধ্যাপক ও সোসাইটি ইনচার্জ মাহমুদুর রহমানের (01717093789) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী বাংলানিউজকে বলেন, বৈশ্বিক মহামারিতে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিজ গৃহে থেকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। শুধু এখন নয়, অতীতেও আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে ছিলাম, ভবিষ্যতে ও থাকবো।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।