ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি

রাবি: প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমণ হওয়া অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার দুপুরে রাবি উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বন্ধকালীন সময়ে জরুরি বিদ্যুৎ, পানি, টেলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে।

গত ১৮ মার্চ করোনা সংক্রমণ মোকাবিলায় রাবির সব ক্লাস-পরীক্ষা এবং আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।