ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঢাবির অফিস, স্থগিত বৈশাখের আয়োজন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঢাবির অফিস, স্থগিত বৈশাখের আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা ভাইরাস মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে বাংলা নববর্ষ বরণের জন্য বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন পহেলা বৈশাখে বাংলা নববর্ষের সব অনুষ্ঠান ও কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এসকেবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।