ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

করোনা মোকাবিলায় এক কোটি টাকা দেবে রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
করোনা মোকাবিলায় এক কোটি টাকা দেবে রাবি

রাবি: করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আনন্দ কুমার সাহা বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন সবাই বাড়িতে অবস্থান করছে। এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন। বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার সিন্ডিকেট সভায় এটি পাস হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।