ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ২য়

জেলাপ্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
রাজশাহী বোর্ডে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ২য়

জয়পুরহাটঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে এবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ রাজশাহী বোর্ডের মধ্যে ২য় স্থান অধিকার করেছে।

জয়পুরহাট ক্যাডেট কলেজের ৩৯ জন ছাত্রীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছে।



এ জেলার ২য় স্থানে রয়েছে জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় হতে ১শ ৮৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৯৯ দশমিক ৪৭ ভাগ।

অপরদিকে জেলায় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকার ৯৮ ভাগ।  

জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ জামশেদ আলী বাংলানিউজকে বলেন, ছাত্রীদের নিয়মিত পড়ালেখা ও শিক্ষকদের আন্তরিকতা আমাদের সফলতা এনে দিয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রীদের এ ফলাফলে শিক্ষক, অভিভাবক এবং ছাত্রীরা দারুন খুশী।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।