ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জেএসসি’র অপূর্ণ ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
জেএসসি’র অপূর্ণ ফল প্রকাশ

ঢাকা : শিক্ষা মন্ত্রণালয় বুধবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করেছে ।

তবে মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের কাছে ফলের যে তথ্য দেওয়া হয়েছে তাতে প্রয়োজনীয় অনেক উপাদানই নেই।



অর্থাৎ বিষয়ভিত্তিক ফলের কোন তথ্য-উপাত্ত দেওয়া হয়নি। এ কারনে দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডে বিষয়ভিত্তিক সাফল্য বা দুর্বলতাগুলো খুঁজে বের করা সম্ভব হয়নি।

এছাড়াও এবারের ফলের ওপর বিষয়ভিত্তিক প্রভাব বের করাটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফলের কোন ধরণের তথ্য উপাত্ত দেওয়া হয়নি মন্ত্রণালয় থেকে।

মন্ত্রণালয় থেকে এ ধরণের তথ্যের অভাব থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিকরা।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বাংলানিউজকে বলেন, বিষয়ভিত্তিক ফলাফল দেওয়া হয়নি। ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল আমি নিজ উদ্যোগে করি।

তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফলাফল জানানো প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে জানার জন্যে শিক্ষা সচিব ড. কামাল আব্দুর নাসেরকে ফোন দিয়ে পাওয়া যায়নি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী অসুস্থ থাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অফিসার রবীন্দ্রনাথ দায়িত্ব পালন করেন।

বিগত বছরগুলোতে সুষ্ঠু প্রক্রিয়ায় ফল প্রকাশের ব্যাপারে সুবোধ চন্দ্র ঢালীর অবদান থাকতো বলে জানিয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।  

বাংলাদেশ সময় ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮,  ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।