ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সফিউদ্দিন সরকার একাডেমি গাজীপুর জেলায় শীর্ষে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
সফিউদ্দিন সরকার একাডেমি গাজীপুর জেলায় শীর্ষে

গাজীপুর: বুধবার প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি ঢাকা বোর্ডে ২০তম এবং গাজীপুর জেলায় শীর্ষ অবস্থান করছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি ৫৬৪ জন রেজিষ্ট্রেশন করলেও ৫৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছে।



এ একাডেমিতে  ১৬২ জন জিপিএ-৫ পেয়েছে আর প্রতিষ্ঠানটির অর্জিত পয়েন্ট হলো-৭৭.৬৪।
গাজীপুর জেলা প্রশাসন থেকে সংগৃহীত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত রেজাল্ট শীট থেকে ওই তথ্য নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।