ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

প্রস্তুতিমূলক ৫ পরীক্ষা নেওয়া হয়েছে: রেসিডেন্সিয়াল মডেল কলেজ উপাধ্যক্ষ

ইমতিয়াজ মমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
প্রস্তুতিমূলক ৫ পরীক্ষা নেওয়া হয়েছে: রেসিডেন্সিয়াল মডেল কলেজ উপাধ্যক্ষ

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করে পঞ্চম স্থান লাভ করেছে।

ঢাকা বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪১৪ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন।

পঞ্চম স্থান লাভ করায় প্রতিক্রিয়া জানতে চাইলে কলেজটির উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বাংলানিউজকে বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান ও শতভাগ উপস্থিতির ওপর জোর দিয়ে এ সাফল্য অর্জিত হয়েছে। ’

তিনি বলেন, ‘আগস্টের মধ্যেই সিলেবাস শেষ করে প্রস্তুতিমূলক ৫টি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ’

দুর্বল ছাত্রদের জন্য আলাদাভাবে পাঠদানের ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি।

গত বছর এই প্রতিষ্ঠান মেধা তালিকায় ১৪তম স্থান লাভ করে।

উপাধ্যক্ষ ফেরদৌস আরা বলেন, ‘শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাফল্য লাভ সম্ভব হয়েছে। ’

আগামীতে প্রথম স্থান লাভের উদ্দেশ্যে এখন থেকে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে আনন্দে উদ্বেলিত মোহাম্মদপুরের শিক্ষার্থী সাব্বির হাসান।

সাব্বির বলে, ‘শিক্ষকদের আন্তরিকতা ও পড়ানোর কৌশলের কারণে ভাল ফল পেয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।